• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ সচেতনতামূলক সভা 

প্রকাশিত: ৭ মে ২০২৪  

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকালে সাড়ে ১১টায় উপজেলার ২নং আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের গবাদিপশুর খামারী ও পালনকারিদের নিয়ে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম।

এতে লাম্পি স্কিন ডিজিজের বিভিন্ন দিক ও প্রতিরোধ নিয়ে আলোচনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নেয়ামত আলী।

এ সময় ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. মোস্তাফিজুর রহমান, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মো. মামুনুর রশিদ, খামারী মো. আবদুল হামিদ, মো. ইদ্রিস আলী, মো. আতাউর রহমান, মোছা. খুশি আক্তার, রেশমা আক্তার, মঞ্জুর মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন। 

– দিনাজপুর দর্পণ নিউজ ডেস্ক –